সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্বতন্ত্র প্রার্থীর সমর্থন তালিকা যাচাইয়ে ১০ কর্মকর্তা নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:৫২ পিএম

শেয়ার করুন:

Election Commision
নির্বাচন কমিশন (ইসি)। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনসূচক তালিকা যাচাইয়ের জন্য দৈবচয়নের ভিত্তিতে ১০টি সংখ্যা চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের ১০ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

সম্প্রতি ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।


বিজ্ঞাপন


এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ঘোষিত প্রজ্ঞাপন অনুসারে মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০ ডিসেম্বর। স্বতন্ত্র প্রার্থী (প্রার্থীতার পক্ষে সমর্থন যাচাই) বিধিমালা, ২০১১ অনুসারে উল্লিখিত নির্বাচন উপলক্ষে স্বতন্ত্র প্রার্থিতার সমর্থনসূচক তালিকা দৈবচয়নের ভিত্তিতে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে স্বতন্ত্র প্রার্থীগণ যে সমস্ত নির্বাচনি এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র দাখিল করিয়াছেন, তাদের প্রতিটির জন্য ১০টি সংখ্যা চিহ্নিত করার লক্ষ্যে (ক্রমিক ১ হইতে ১ শতাংশের মধ্যবর্তী যে কোনো ১০টি সংখ্যা) প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নিমিত্তে নির্বাচন কমিশন সচিবালয়ের ১০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। 

এতে আরও বলা হয়েছে, এ বিষয়ে রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাছাইয়ের পূর্বেই প্রাপ্ত সংখ্যার বিপরীতে উল্লেখিত তথ্যাদির সত্যতা সরেজমিনে যাচাইয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের শেষ তারিখ ১১ জানুয়ারি আরও নিষ্পত্তি ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি, রিটার্নিং কর্মকর্তা দ্বারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি, নির্বাচনি প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।


বিজ্ঞাপন


এমএইচএইচ/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর