সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাদিকে নিতে বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসকরা এভারকেয়ারের পথে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:১৪ পিএম

শেয়ার করুন:

Hadi

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিব বিমানবন্দর এসে পৌঁছেছে। 

সেখান থেকে দুই সদস্যের মেডিকেল প্রতিনিধি দল যাচ্ছেন এভারকেয়ার হাসপাতালে, যেখানে হাদি চিকিৎসাধীন রয়েছেন।


বিজ্ঞাপন


সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টা ২২ মিনিটে শাহজালাল বিমানবন্দরে এসে অবতরণ করে সিঙ্গাপুরের এয়ার অ্যাম্বুলেন্স। সেটি দুপুর ১টা ৩০ মিনিটে হাদিকে বহন করে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে রিকশা করে যাওয়ার সময় হাদিকে খুব কাছ থেকে তার মাথায় গুলি করে মোটরসাইকেলে আসা দুই সন্ত্রাসী। এরপর তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

ঘটনার পর হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একটি অপারেশন শেষে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। বর্তমানে তিনি সেখানেই সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রক্রিয়া চলছে।


বিজ্ঞাপন


এই ঘটনায় মোটরসাইকেলের মালিকসহ তিনজনকে প্রথমে আটক করা হয়। পরে আটক করা হয় শ্যুটার ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীকে। তবে মূল অভিযুক্ত ফয়সাল এবং তাকে বহনকারী মোটরসাইকেলের চালক এখনো অধরা।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর