ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার মোটরসাইকেল মালিক মো. আব্দুল হান্নানকে তিন দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। রোববার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তার রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শুনানিতে আব্দুল হান্নান আদালতকে জানান, ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলটি তিনি মিরপুরের মাজার রোড এলাকা থেকে কিনেছিলেন। তবে পরিবার থেকে মোটরসাইকেল চালাতে নিষেধ করায় শুরুতে সেটি বাসায় পড়ে ছিল। পরে তিনি মোটরসাইকেলটি একটি শোরুমে বিক্রি করে দেন।
বিজ্ঞাপন
আদালতকে তিনি আরও জানান, পড়ে থাকলে মোটরসাইকেলটি নষ্ট হয়ে যেতে পারে ভেবে শোরুমে বিক্রি করে দেন এবং সেখানে মালিকানা পরিবর্তনের কথা বলা হয়েছিল। শোরুম কর্তৃপক্ষ দুই মাস আগে ফোন করলেও অসুস্থতার কারণে তিনি সেখানে গিয়ে মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি।
এর আগে রোববার রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে আব্দুল হান্নানকে আটক করে র্যাব। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় তখনও মামলা না হওয়ায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেফতার দেখিয়ে পল্টন মডেল থানার উপপরিদর্শক সামিম হাসান সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে ওসমান হাদির ওপর হামলার মূল আসামি এখনও দেশেই আছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. নজরুল ইসলাম। রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
নজরুল ইসলাম জানান, হামলার ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন হামলার সময় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক। বাকি দুজন অবৈধ পথে সীমান্ত পারাপার করে থাকেন। তাঁদের কাছে এ বিষয়ে কোনো তথ্য আছে কি না, তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নতুন কোনো তথ্য পেলে পরে জানানো হবে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, ওসমান হাদির ওপর সন্দেহভাজন হামলাকারীদের পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছে। ইমিগ্রেশন ডাটাবেজ অনুযায়ী তাঁরা দেশ ছাড়েননি। ফয়সালের পাসপোর্ট নম্বর পাওয়া গেছে। তার সর্বশেষ ভ্রমণ তথ্য অনুযায়ী দেশে ফেরার পর ইমিগ্রেশনে বিদেশে যাওয়ার কোনো তথ্য নেই।
এআর

