সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডিবি হেফাজতে আনিস আলমগীর

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ পিএম

শেয়ার করুন:

সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি অফিসে নেয়া হয়েছে 

সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) রাতে বিষয়টি নিয়ে এক ফেসবুক পোস্টে জানিয়েছেন সাংবাদিক মনজুরুল আলম পান্না। 

পান্না বলেন, ‘সাংবাদিক আনিস আলমগীর ভাইকে ডিবি অফিসে নেয়া হয়েছে। অন্য এক জায়গা থেকে খবরটা শুনে তাকে ফোন দিলাম। ফোনটা রিসিভ করেই তিনি শুধু বললেন- ‘আমি ডিবি অফিসে’।’ 


বিজ্ঞাপন


এ বিষয়ে ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ তালেবুর রহমান ঢাকা মেইলকে বলেন, ‘এ বিষয়টি আমরাও শুনেছি। কিন্তু এখনো জানি না।’

এদিকে একটি সূত্র জানিয়েছে, বিকেলে তিনি ধানমন্ডির একটি জিমনেসিয়ামে ছিলেন। সেখান থেকে তাকে আটক করে নিয়ে যায় ডিবি। এখন তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে এবং হাদিকে গুলির ঘটনার পর থেকে তার নাম আসায় জিজ্ঞাসাবাদ চলছে।

এমআইকে/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর