নির্বাচনের আগে আরো চোরাগোপ্তা হামলার আশঙ্কা থাকলেও ভোট নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, আমরা চোরাগোপ্তা হামলার শঙ্কা উড়িয়ে দিচ্ছি না। তবে এতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের কঠোর হাতে দমন করা হবে।
বিজ্ঞাপন
রোববার (১৪ ডিসেম্বর) ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন মো. সানাউল্লাহ।
বৈঠকে আলোচনার বিষয়ে এই নির্বাচন কমিশনার বলেন, ‘তফসিল ঘোষণা পর থেকে এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতে কী ধরণের পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে।
‘দুটো উপজেলা নির্বাচন অফিসে আগুন দিয়েছিল। তবে তারা সফল হয়নি। এসব চোরাগোপ্তা হামলা আমরা উড়িয়ে দিচ্ছি না। আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে। যারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে তারা সফল হবে না।’
বিজ্ঞাপন
দুই দিন আগে আগামী সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার বিষয়েও আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, তদন্তের স্বার্থে বিস্তারিত বলা যাচ্ছে না।
আইনশৃঙ্খলা-বাহিনীর বরাত দিয়ে মো. সানাউল্লাহ বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও ভিডিপির মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার উপস্থিত আছেন।
বৈঠক শেষে নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে।
এমএইচএইচ/এমআর

