সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাদিকে গুলির ঘটনায় এখনো কেন মামলা হয়নি, জানাল পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ পিএম

শেয়ার করুন:

Hadi

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এখনো কোনো মামলা হয়নি। কেন হয়নি, সেই কারণ জানিয়েছে পুলিশ।  

রোববার (১৪ ডিসেম্বর) বিকেল চারটায় ডিএমপির মিডিয়া সেন্টারে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন নজরুল ইসলাম জানান, হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় এখনো মামলা না হলেও আমরা জিডি করেছি। বাদীপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। যদিও তারা রোগী নিয়ে ব্যস্ত, আমরা চেষ্টা করছি মামলার ড্রাফট নিয়ে বাদীর স্বাক্ষর আনতে। এটা যদি সম্ভব না হয়, প্রয়োজনে পুলিশ বাদী হয়ে মামলা করবে।’

‎তিনি আরও বলেন, রাজধানীর পল্টনের বিজয় নগর এলাকায় হেলমেট পরিহিত অবস্থায় সন্দেহভাজনরা খুব কাছ থেকে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং অভিযুক্তদের গ্রেফতারে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একযোগে অভিযান চলছে। অভিযুক্তরা যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে, সে জন্য তাদের পাসপোর্ট ব্লক করা হয়েছে। সীমান্ত এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে।

N
ডিএমপির মিডিয়া সেন্টারে কথা বলছেন অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন নজরুল ইসলাম। 

নজরুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে সরকারের পক্ষ থেকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে শেরপুরের নালিতাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে লোক পারাপারের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে এবং মোটরসাইকেলের মালিককে র‍্যাব আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর এলাকার বক্স কালভার্ট রোডে রিকশাযোগে যাওয়ার সময় হাদিকে খুব কাছ থেকে তার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে মোটরসাইকেলে করে আসা দুই সন্ত্রাসী। পরে তারা পালিয়ে যায়।


বিজ্ঞাপন


সেসময় গুরুতর অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একটি অপারেশন শেষে তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। বর্তমানে সেখানেই তিনি সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্রের চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ড আজ (রোববার) জানিয়েছে, হাদির মস্তিষ্কের ফোলা আগের চেয়ে বেড়েছে, যা একটি অত্যন্ত উদ্বেগজনক ক্লিনিক্যাল পরিস্থিতি নির্দেশ করে।

একইদিন দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে প্রেস ব্রিফিংয়ে ঢাকা মেডিকেল কলেজের আবাসিক চিকিৎসক আবদুল আহাদ জানান, হাদির মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার চিন্তাভাবনা করছে পরিবার।

একেএস/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর