রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

উত্তরায় ‘জুলাই রেবেলস’ সদস্যের ওপর হামলার ঘটনায় দুজন গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫৫ পিএম

শেয়ার করুন:

উত্তরায় ‘জুলাই রেবেলস’ সদস্যের ওপর হামলার ঘটনায় দুজন গ্রেফতার
উত্তরায় ‘জুলাই রেবেলস’ সদস্যের ওপর হামলার ঘটনায় দুজন গ্রেফতার

রাজধানীর উত্তরায় ‘জুলাই রেবেলস’ সংগঠনের সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলার ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতারে করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন— মো. মাসুম ও মো.ফাহিম খান।

রোববার (১৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। 


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, সেই ঘটনার পর রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এ ঘটনায় উত্তরা পূর্ব থানা দুজনকে গ্রেফতার করেছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

জানা গেছে, শনিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টর এলাকায় কয়েকজন দুর্বৃত্ত জুলাই রেবেলস সংগঠনের সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলা চালায়। এতে তিনি আহত হলে দ্রুত তাকে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতাল পাঠানো হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

এমআইকে/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর