রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের সামনে ছিনতাইয়ের কবলে পড়েছেন অর্পিতা মুখার্জী (২৪) নামে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থী।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারী তার হাতে থাকা ব্যাগ টান দিলে রিকশা থেকে পড়ে তিনি আহত হন।
অর্পিতা রংপুর সদর জেলার মহিগঞ্জ এলাকার অরূপ মুখার্জির মেয়ে। বর্তমানে আজিমপুর কলোনীতে থাকছেন। তিনি ইডেন কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
বিজ্ঞাপন
ভুক্তভুগীকে হাসপাতালে নেওয়া সহপাঠী প্রবিতা জানান, রিকশাযোগে যাওয়ার সময় ছিনতাইকারীরা সিএনজি থেকে অর্পিতার ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়। এতে সে রিকশা থেকে নিচে পড়ে যায়।
তিনি জানান, অর্পিতা ডান পায়ে ও হাতের কব্জিতে আঘাত পেয়েছে। তাকে উদ্ধার করে প্রথমে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই ছাত্রী জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে চলে গেছেন। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এমআইকে/এএইচ

