শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘জাতীয় নির্বাচনে প্রার্থীরা অস্ত্রের লাইসেন্স চাইলে পাবেন’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:০৭ পিএম

শেয়ার করুন:

‘জাতীয় নির্বাচনে প্রার্থীরা অস্ত্রের লাইসেন্স চাইলে পাবেন’

আগামী জাতীয় নির্বাচনে যারা প্রার্থী হবেন তাদের নিরাপত্তার জন্য অস্ত্রের লাইসেন্সের আবেদন করলে তাদের লাইসেন্স দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।


বিজ্ঞাপন


এ সময় তাকে প্রশ্ন করা হয়েছিল যারা জাতীয় নির্বাচনে অংশ নেবে তাদের নিরাপত্তার ক্ষেত্রে কী ব্যবস্থা নেবেন। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাদের ক্ষেত্রেও ব্যবস্থা নেব। যারা নির্বাচনে অংশ নেবে তারা যদি হাতিয়ারের লাইসেন্স চায়; আমরা তাদেরও লাইসেন্স দেব।’

পাশাপাশি জুলাই যোদ্ধাদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা কয়েকটি কমিটি করে দিয়েছি। কমিটি পর্যালোচনা করে তারপর ব্যবস্থা নেবে।

এ সময় তিনি তারেক রহমানের নিরাপত্তা নিয়ে বলেন, ‘তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। আমরা তার নিরাপত্তার জন্য যত ধরনের ব্যবস্থা নিতে হয় নেব।’


বিজ্ঞাপন


এমআইকে/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর