সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, বিপুল স্পাই ডিভাইসসহ আটক ২

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ পিএম

শেয়ার করুন:

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, বিপুল স্পাই ডিভাইসসহ আটক ২

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহিরাঙ্গন এলাকা থেকে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন নিয়োগ পরীক্ষা ও ভর্তি পরীক্ষায় জালিয়াতির সময় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

তারা হলেন— শাহারুন আলী (৩৮) ও মো. ইকবাল হোসেন জীবন (৩৫)। এ সময় তাদের কাছ থেকে জালিয়াতির কাজে ব্যবহৃত ইলেকট্রনিক স্পাই ডিভাইস ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে
৭৬ পিস ডিজিটাল ইলেকট্রনিক স্পাই ডিভাইস, ৫০ পিস ইয়ারপিস, ৩ পিস ল্যাপটপ ও ৬ পিস মোবাইল ফোন।


বিজ্ঞাপন


গ্রেফতারকৃত শাহারুন আলী (৩৮) সাধারণ যাত্রীবেশে চীন থেকে এই ডিভাইসগুলো আনেন পরবর্তীতে এয়ারপোর্টে অপেক্ষারত চক্রের আরেক সদস্য মো. ইকবাল হোসেন জীবন (৩৫) সহ একসঙ্গে এয়ারপোর্ট ত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন। এই স্পাই ডিভাইসগুলো বিভিন্ন নিয়োগ পরীক্ষা ও ভর্তি পরীক্ষায় জালিয়াতির কাজে ব্যবহৃত হয়।

APo

এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, ডিভাইসগুলো আমদানি নিষিদ্ধ পণ্য এবং ইতোপূর্বে জালিয়াতির কাজে অসাধু ব্যক্তিরা নিয়োগ পরীক্ষা ও ভর্তি পরীক্ষায় ব্যবহার করেছে বলে প্রমাণ পাওয়া যায়।  যেকোনো অসাধু কার্যক্রম ঠেকাতে নিয়মিত ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করছেন তারা। 

এমআইকে/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর