শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মধ্যরাতে মগবাজার ফ্লাইওভারের নিচে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ০১:৪৯ এএম

শেয়ার করুন:

মধ্যরাতে মগবাজার ফ্লাইওভারের নিচে ককটেল বিস্ফোরণ

‎মধ্যরাতে রাজধানীর মগবাজার ফ্লাইওভারের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

‎বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ১১টা ২৫ মিনিটে মগবাজার মোড়ের এট দ‍্যা টেবিল রেস্টুরেন্টের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

‎বিষয়টি নিশ্চিত করে রমনা থানার উপ-পরিদর্শক এসআই মো আব্দুল কাদের জানান, রাত ১১টা ২৫ মিনিটের দিকে মগবাজারের উপর থেকে নিচে একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পরে সেটি নিচের একটি রেস্টুরেন্টের সামনে বিস্ফোরণ ঘটে। তবে এই ঘটনায় কেউ আহতের খবর পাওয়া যায়নি। কে বা কারা এই ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

একেএস/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর