শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

উত্তর সিটির ময়লার গাড়িতে আগুন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ পিএম

শেয়ার করুন:

উত্তর সিটির ময়লার গাড়িতে আগুন
উত্তর সিটির ময়লার গাড়িতে আগুন। ফাইল ছবি

রাজধানীর নতুন বাজার এলাকায় ময়লার স্টেশনের পাশে থাকা উত্তর সিটি করপোরেশনের একটি ময়লার গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


রাত সোয়া দশটার দিকে বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান।

তিনি বলেন, “রাত সাড়ে আটটার দিকে উত্তর সিটি করপোরেশনের দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আগুন লাগানো হয়। একসঙ্গে কয়েকটি গাড়ি দাঁড়িয়ে ছিল। তাদের একটি গাড়ির ইঞ্জিনের অংশে আগুন দিলে ভেতরের অংশ পুড়ে যায় ও ক্ষতিগ্রস্ত হয়। কারা আগুন দিয়েছে, তা জানা যায়নি। আগুন নিভিয়ে ফেলা হয়েছে। গাড়িটি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।”

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ গাড়িটিতে আগুন জ্বলে উঠলে আশপাশের লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় আধা ঘণ্টারও বেশি সময় রাস্তায় যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এমআইকে/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর