শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তিনজন রিটার্নিং কর্মকর্তা থাকবে ইসির নিজস্ব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ পিএম

শেয়ার করুন:

তিনজন রিটার্নিং কর্মকর্তা থাকবে ইসির নিজস্ব কর্মকর্তা
তিনজন রিটার্নিং কর্মকর্তা থাকবে ইসির

প্রথমবারের মতো গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন ৪টি আসনে তিনজন রিটার্নিং কর্মকর্তা হিসাবে রাখা হয়েছে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ইসি সূত্র ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেন।


বিজ্ঞাপন


ইসি সূত্র জানান, আগামী গণভোট ও সংসদ নির্বাচনে ইসির নিজস্ব কর্মকর্তাদের মধ্যে ঢাকা-১৩ ও ১৫ আসন, চট্টগ্রাম -১১ ও খুলনা-৩ আসনে এসব কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করবেন।

এক্ষেত্রে ঢাকার দুইটি আসনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, চট্টগ্রামের একটি আসনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও খুলনায় একটি আসনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। এছাড়া ইসির নিজস্ব কর্মকর্তাদের মধ্যে রাখা হয়েছে সহকারী রিটার্নিং কর্মকর্তাও আর বাকি আসনগুলোতে বিভাগীয় কমিশনার ও ডিসিরা দায়িত্ব পালন করবেন।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৩০  ডিসেম্বর থেকে  ৪ জানুয়ারি,  রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের শেষ তারিখ ১১ জানুয়ারি আরও নিষ্পত্তি ১২ জানুয়ারি  থেকে ১৮ জানুয়ারি , প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি,  রিটার্নিং কর্মকর্তা দ্বারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি,  নির্বাচনি প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭ টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার।

এমএইচএইচ/এআর


বিজ্ঞাপন


 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর