শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সচিবালয় এলাকায় যেকোনো আন্দোলনে সরকার ‘জিরো টলারেন্স’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:৪২ পিএম

শেয়ার করুন:

সচিবালয় এলাকায় যেকোনো আন্দোলনে সরকার ‘জিরো টলারেন্স’
গতকাল অর্থ মন্ত্রণালয়ে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখেন সরকারি কর্মচারীরা

সচিবালয় ও এর আশপাশে যেকোনো ধরনের আন্দোলন দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশেষ করে গতকাল সচিবালয়ে নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভের মধ্যে অর্থ উপদেষ্টাকে ছয় ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রাখার ঘটনার পর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সচিবালয়ে এ-সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সচিবালয় এলাকায় কোনো ধরনের আন্দোলন-বিক্ষোভ বা অবস্থান কর্মসূচি সহ্য করা হবে না। কেউ আন্দোলন করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


গতকাল অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের চতুর্থ তলায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে প্রায় ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন সচিবালয়ে কর্মরত নন–ক্যাডার কর্মকর্তা–কর্মচারীরা। সচিবালয়ে কর্মরত সব কর্মচারীর জন্য ২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’র দাবিতে আন্দোলন করছেন।

কর্মচারীরা অভিযোগ করেন, উপদেষ্টা, মন্ত্রী ও সচিবেরা যতক্ষণ অফিসে থাকেন, তাদেরও ততক্ষণ থাকতে হয়; অথচ বিভিন্ন দপ্তর নানা ভাতা পেলেও সচিবালয়ের কর্মচারীরা তা থেকে বঞ্চিত।

বুধবার রাতে কড়া পুলিশি পাহারায় রাত ৮টার দিকে উপদেষ্টা সচিবালয় থেকে বেরিয়ে আসেন।

তাদের আন্দোলনের পরদিন আজ সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সচিবালয় ও আশপাশে যেকোনো ধরনের অবরোধ-বিক্ষোভ কঠোরভাবে দমন করার সিদ্ধান্ত হয়।


বিজ্ঞাপন


সরকার মনে করছে নির্বাচনকে ঘিরে কেউ কেউ পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। কিন্তু তাদের সেই সুযোগ দিতে চায় না সরকার।

বৈঠকে গতকালের আন্দোলনে অংশ নেওয়া ২০ জনকে চিহ্নিত করা হয়। এরই মধ্যে পুলিশ চারজনকে আটক করেছে।

চারজনকে আটকের বিষয়ে ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের যুগ্ম কমিশনার সানা শামীনুর রহমান বলেন, ‘রোববার থেকে সচিবালয় বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আজ অন দ্য স্পট চারজনকে আটক করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে আরও কারা দায়ী, তা যাচাই করা হবে।’

তিনি আরও বলেন, ‘গতকাল দুইবার তাদের শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করতে বলেছিলাম। তারা তা মানেনি। আইন ভঙ্গ অব্যাহত থাকলে যারা জড়িত থাকবে—সবাইকে আইনের আওতায় আনা হবে।’

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর