রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে ১৯৮৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্র জানায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৪টি বাস, ৪টি ট্রাক, ১০টি কাভার্ড ভ্যান, ৬৫টি সিএনজি ও ১৪৫টি মোটরসাইকেলসহ মোট ৩০৪টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৮টি বাস, ২৮টি ট্রাক, ২৬টি কাভার্ড ভ্যান, ৩১টি সিএনজি ও ৫২টি মোটরসাইকেলসহ মোট ২২৬টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৬টি বাস, ২০টি কাভার্ড ভ্যান, ৪৩টি সিএনজি ও ১০৫টি মোটরসাইকেলসহ মোট ২৪৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৪টি বাস, ৪টি ট্রাক, ১৭টি কাভার্ড ভ্যান, ৩১টি সিএনজি ও ১১২টি মোটরসাইকেলসহ মোট ২১৭টি মামলা হয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ৫৬টি বাস, ৩টি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান, ৩৪টি সিএনজি ও ১৬১টি মোটরসাইকেলসহ মোট ৪৫৭টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৬টি বাস, ২০টি ট্রাক, ৭টি কাভার্ড ভ্যান, ৪১টি সিএনজি ও ১৩২টি মোটরসাইকেলসহ মোট ২৯৪টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ১টি বাস, ১টি ট্রাক, ১টি কাভার্ড ভ্যান, ১৮টি সিএনজি ও ৫৬টি মোটরসাইকেলসহ মোট ১২৮টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬টি বাস, ৩টি ট্রাক, ১টি কাভার্ড ভ্যান, ১০টি সিএনজি ও ৭২টি মোটরসাইকেলসহ মোট ১১৬টি মামলা হয়েছে।
এ ছাড়া অভিযানের সময় ৩১২টি গাড়ি ডাম্পিং এবং ২১৬টি গাড়ি রেকার করা হয়েছে।
গতকাল বুধবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
এমআইকে/এআর

