বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নতুন ওয়াকফ প্রশাসক হলেন শাহীন হোসেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:১৮ এএম

শেয়ার করুন:

নতুন ওয়াকফ প্রশাসক হলেন শাহীন হোসেন

বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসকের কার্যালয়ের নতুন ওয়াকফ প্রশাসক হয়েছেন অর্থ বিভাগে সংযুক্ত যুগ্ম-সচিব মো. শাহীন হোসেন।

বুধবার (১০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


বিজ্ঞাপন


অন্যদিকে, বর্তমান ওয়াক্‌ফ প্রশাসক মো. নূর-ই-আলমকে যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক হিসেবে বদলি করা হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা ১১ ডিসেম্বরের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় আগামী ১১ ডিসেম্বর অপরাহ্ণ থেকে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।

এতে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর