দুপুর থেকে টানা ছয় ঘণ্টা সচিবালয়ে অবরুদ্ধ থাকার পর রাতে পুলিশি নিরাপত্তায় বের হয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের ২০ শতাংশ সচিবালয় ভাতা বৃদ্ধি দাবিতে তিনি নিজ কার্যালয় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে অবস্থান করছিলেন।
বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তিনি নিজ কক্ষ থেকে বের হন।
বিজ্ঞাপন
পুলিশের একটি বিশেষায়িত ইউনিট রাত ৮টার দিকে সচিবালয়ে প্রবেশ করলে আন্দোলনকারীরা বাধা দিতে চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এই সময় কর্মচারীরা স্লোগান দিতে থাকেন।
পরবর্তীতে তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেওয়া হয়। আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টার মধ্যে অফিস আদেশ জারি করার প্রতিশ্রুতি পেয়ে কর্মসূচি প্রত্যাহার করেন সচিবালয়ের কর্মচারীরা।
এর আগে আজ দুপুর আড়াইটার দিকে অর্থ উপদেষ্টা নিজ কক্ষে অবরুদ্ধ হন। বিভিন্ন মন্ত্রণালয়ের তিন থেকে চার শতাধিক কর্মকর্তা-কর্মচারী সচিবালয়ে জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে তৃতীয় তলায় অর্থ উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নেন এবং হ্যান্ডমাইকে সচিবালয় ভাতার দাবিতে স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভকারীরা জানান, সচিবালয়ে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর জন্য ২০ শতাংশ ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলন করছেন। এর অংশ হিসেবেই অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করা হয়েছিল। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও তারা হুঁশিয়ারি দিয়েছেন।
বিজ্ঞাপন
এআর

