বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কারওয়ান বাজার মোড়ে মোবাইল ফোন বিক্রেতাদের অবরোধ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৯ পিএম

শেয়ার করুন:

কারওয়ান বাজার মোড়ে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ

রাজধানীর কারওয়ান বাজার মোড়ে মোবাইল ফোন বিক্রেতারা সড়ক অবরোধ করেছে। ফলে পুরো ঢাকা শহরে যানজট ছড়িয়ে পড়েছে। 

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তেজগাঁও ট্রাফিক পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) তানিয়া সুলতানা বলেন, তারা কারওয়ানবাজার মোড়ে অবস্থান নিয়েছে। ফলে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এর প্রভাব রাজধানীর বিভিন্ন এলাকায় পড়েছে। 


বিজ্ঞাপন


সন্ধ্যার আগ মুহূর্তে কারওয়ান বাজারের গোল চত্বর এলাকায় অবস্থান নেয় মোবাইল ফোন ব্যবসায়ীরা। তারা এ সময় সেখানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন। তাদের অবস্থানের  কারণে কারওয়ান বাজার হয়ে শাহবাগ, রামপুরা, পান্থপথ ও ফার্মগেটগামী সব যানবাহন বন্ধ হয়ে গেছে। 

সব রুটের যানবাহনগুলো স্থবির হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে লাখ লাখ মানুষ। অফিস শেষ করে ঘরে ফেরা মানুষকে তাদের এই অবরোধের কারণে মহাবিপদে পড়েছেন। 

এমআইকে/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর