পদ থেকে পদত্যাগের গুঞ্জনের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, ইতোমধ্যে তিনি তার সম্পদের হিসাব জমা দিয়েছেন। একইসঙ্গে জাম দিয়েছেন কূটনীতিক পাসপোর্ট।
বৃহস্পতিবার (১০ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে নির্বাচন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে আসিফ মাহমুদ বলেন, ‘আমি নির্বাচন করব। এটা স্পষ্টভাবেই বলা যায়। কিন্তু কোথা থেকে করব, কোন দল থেকে করব, সেটা পরবর্তী বিশ্লেষণ।’
পদত্যাগের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে তার কোনো কিছু বলার অনুমতি নেই। প্রধান উপদেষ্টার দফতরের প্রেস উইং থেকে যথাসময়ে বিষয়টি জানিয়ে দেওয়া হবে।
আসিফ মাহমুদ বলেন, তিনি তার পদত্যাগের বিষয় ধোঁয়াশা রাখছেন না। এই বিষয় নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান।
বিইউ/এএইচ

