বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পদত্যাগ নিয়ে অপেক্ষায় রাখলেন উপদেষ্টা আসিফ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৮ পিএম

শেয়ার করুন:

Asif
সচিবালয়ে সংবাদ সম্মেলন করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

উপদেষ্টা পদ থেকে পদত্যাগের গুঞ্জন থাকলেও এ নিয়ে অপেক্ষায় রাখলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন করার ঘোষণা দিলেও পদত্যাগের বিষয়ে কিছু জানাননি। 


বিজ্ঞাপন


এ বিষয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নে আসিফ বলেন, ‘প্রধান উপদেষ্টার দফতর থেকে প্রেস উইং এ বিষয়টি জানিয়ে দেবে।’

কোন দল থেকে নির্বাচন করবেন- তা জানতে চাইলে তরুণ এই উপদেষ্টা বলেন, ‘সেটাও সময়মতো জানতে পারবেন। আমার জানামতে ধানমন্ডি থেকে তো বিএনপি মনোনয়ন দিয়ে দিয়েছে।’

এর আগে উপদেষ্টা হিসেবে তিনি গত ১৫ মাসে কী কী কাজ সমাধা করেছেন, কী কী চলমান আছে, সে বিষয়গুলো সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন আসিফ।

বিইউ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর