জাতিসংঘের মাল্টি-ডাইমেনশনাল ভালনারেবিলিটি ইনডেক্স (এমভিআই) বিষয়ক স্বতন্ত্র বিশেষজ্ঞ প্যানেলে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।
জাতিসংঘের মহাসচিব কর্তৃক গঠিত এই আন্তর্জাতিক প্যানেলে বিশ্বের মোট ১৫ জন বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত রয়েছেন।
বিজ্ঞাপন
বুধবার (১০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সিপিডি এ তথ্য জানায়।
সংস্থাটি জানায়, প্যানেলটি এমভিআই-এর ভবিষ্যৎ উন্নয়ন, প্রয়োগ এবং বৈশ্বিক নীতি প্রক্রিয়ায় এর কার্যকারিতা নিশ্চিত করতে কাজ করবে। এ লক্ষ্যে প্যানেলের সদস্যরা এমভিআই সেক্রেটারিয়েট ও জাতিসংঘ পরিসংখ্যান কমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করবেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের রেজোলিউশন ৭৮/৩২২ অনুযায়ী, প্যানেলটি প্রতি তিন বছরে এমভিআই পর্যালোচনা করবে এবং প্রয়োজন অনুসারে পদ্ধতিগত উন্নয়নের সুপারিশ প্রদান করবে। পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর ভালনারেবিলিটি হ্রাস ও স্থিতিস্থাপকতা বৃদ্ধির অগ্রগতি পর্যবেক্ষণ করাও প্যানেলের দায়িত্বের মধ্যে রয়েছে। জাতিসংঘ ব্যবস্থায় এমভিআই ব্যবহারের অভিজ্ঞতা ও অর্জিত শিক্ষা পর্যালোচনাও প্যানেলের কাজের অংশ।
ড. ফাহমিদা খাতুনের এই নিয়োগকে বৈশ্বিক উন্নয়ন আলোচনায় বাংলাদেশের সক্রিয় ভূমিকা ও অবদানের গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিনি ব্যক্তিগত ক্ষমতায় দায়িত্ব পালন করবেন এবং এমভিআই-এর বৈজ্ঞানিক দৃঢ়তা, প্রাসঙ্গিকতা ও সহজপ্রাপ্যতা বাড়াতে প্যানেলের কারিগরি ও নীতি-সংক্রান্ত কাজে অবদান রাখবেন।
বিজ্ঞাপন
বর্তমানে তিনি ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট (টঘঈঞঅউ)-এর প্রোডাকটিভ ক্যাপাসিটিজ ইনডেক্স সংক্রান্ত উচ্চপর্যায়ের উপদেষ্টা বোর্ডের সদস্য, ব্র্যাক বোর্ডের সদস্য এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এমআর/এএইচ

