বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সুন্দরবন ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে সাইফুল-মিরাজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ এএম

শেয়ার করুন:

sundarban
সাইফুল ইসলাম ও মিরাজুল ইসলাম। ছবি: সংগৃহীত

সুন্দরবনের পার্শ্ববর্তী শরণখোলা উপজেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষারত শিক্ষার্থীদের উদ্যোগে ২০২০ সালে প্রতিষ্ঠিত সুন্দরবন ক্যারিয়ার ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মিরাজুল ইসলাম।

বুধবার (১০ ডিসেম্বর) সংগঠনটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়েছে।


বিজ্ঞাপন


কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি (১) ইসলামী বিশ্ববিদ্যালয়ের মো. বেল্লাল হোসেন এবং সহ-সভাপতি (২) খুলনা বিশ্ববিদ্যালয়ের সুমন হোসেন। সহ সাধারণ সম্পাদক (১) হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হাফিজুর রহমান, আর সহ সাধারণ সম্পাদক (২) হয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মো. মুহিব।

এছাড়াও, সাংগঠনিক সম্পাদক হয়েছেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাদিক দাইয়ান এবং সহ সাংগঠনিক সম্পাদক হয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শামসুল হুদা। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাঈম হোসেন এবং সহ কোষাধ্যক্ষ হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সঞ্জীব কুমার। দফতর সম্পাদক হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের তরিকুল ইসলাম।

তাছাড়াও, তথ্য ও প্রচার সম্পাদক হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাদিম আলমাস। নারী শিক্ষার্থী বিষয়ক সম্পাদক (১) হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বৈশাখী এবং নারী শিক্ষার্থী বিষয়ক সম্পাদক (২) হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মালা শিকদার। কর্মসূচি বাস্তবায়ন সম্পাদক হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শাহিন হোসাইন খান। বিজ্ঞান শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের মো. শাকিল মুন্সী এবং সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজের রাকিব শরীফ।

সংগঠনটিতে পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মো. আমিনুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. ইলিয়াস হোসেন ও রাকিব হোসাইন খান।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শরণখোলা উপজেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা সদস্য হিসেবে কমিটির অন্তর্ভুক্ত থাকবেন।

সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের সম্ভাবনা বিকাশে সুন্দরবন ক্যারিয়ার ক্লাব সবসময় পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের সুযোগ তৈরি করাই আমাদের অঙ্গীকার। নতুন কমিটির সদস্যদের নিয়ে আমরা আরও পরিকল্পিতভাবে ক্যারিয়ার সচেতনতা, পরামর্শ, সেমিনার ও ওয়ার্কশপ আয়োজন করব। শরণখোলার শিক্ষার্থীদের জন্য এটি আরও শক্তিশালী প্ল্যাটফর্ম হবে।’

নতুন দায়িত্ব সম্পর্কে সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘সুন্দরবন ক্যারিয়ার ক্লাব শুরু থেকেই শরণখোলা উপজেলার শিক্ষার্থীদের জন্য কাজ করে আসছে। আমি বিশ্বাস করি, আমাদের নতুন কমিটি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন, দক্ষতা উন্নয়ন ও ভর্তি প্রস্তুতিতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে। সবার সহযোগিতা নিয়ে আমরা আরও ব্যাপক কার্যক্রম পরিচালনা করতে চাই।’

প্রসঙ্গত, বাগেরহাটের শরণখোলা উপজেলার শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন, উচ্চশিক্ষায় দিকনির্দেশনা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত সহায়তা দিয়ে থাকে সুন্দরবন ক্যারিয়ার ক্লাব। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, তথ্যপ্রাপ্তি ও প্রস্তুতিমূলক কার্যক্রমে সহায়তা করাই সংগঠনটির মূল লক্ষ্য।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর