রাজধানীতে গৃহকর্মী দ্বারা সংঘটিত অপরাধ প্রতিরোধে ঢাকাবাসীকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
এ ক্ষেত্রে ভাড়াটিয়া নিবন্ধন ফর্ম যথাযথভাবে পূরণসহ নাগরিকদের তথ্য যাচাই-বাছাইয়ে পুলিশের কাজে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্য্যায় ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (৮ ডিসেম্বর) মোহাম্মদপুর এলাকায় গৃহকর্মীর হাতে চাঞ্চল্যকর জোড়াখুনের ঘটনার পর এ নির্দেশনা দেন ডিএমপি কমিশনার।
বিজ্ঞাপন
আগেও গৃহকর্মী পরিচয়ে বাড়িতে ঢুকে মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়া ও পালিয়ে যাওয়ার ঘটনা একাধিকবার ঘটেছে। সামান্য অসতর্কতা অনেক সময় বড় ধরনের অপরাধের সুযোগ তৈরি করে।
এ অবস্থায় গৃহকর্মী নিয়োগের আগে অবশ্যই তার জাতীয় পরিচয়পত্র, সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং অন্তত দুইজন শনাক্তকারীর নাম-ঠিকানা সংগ্রহ করার জন্য নগরবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার।
তিনি বলেন, ‘সচেতনতা ও সঠিক তথ্য সংগ্রহই অপরাধ প্রতিরোধে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।’
একেএস/এএইচ

