বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ, আসতে পারে পদত্যাগের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৭ পিএম

শেয়ার করুন:

asif
উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগামীকাল বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। এদিন সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে বিকেল ৩টায় এই সংবাদ সম্মেলন করবেন তিনি।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিনের পাঠানো ক্ষুদে বার্তায় এই সংবাদ সম্মেলনের কথা জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে মিডিয়া কর্মীদের উপস্থিত থাকতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।


বিজ্ঞাপন


সূত্র জানিয়েছে, এই সংবাদ সম্মেলন থেকেই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগের ঘোষণা দিতে পারেন। তিনি ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আগেই জানিয়েছেন। যেহেতু আগামীকাল সন্ধ্যায় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে, এজন্য এর আগে আগে নিজের পদত্যাগের ঘোষণা দিতে পারেন জুলাই আন্দোলনের এই সম্মুখযোদ্ধা।

আরও পড়ুন

ঢাকা থেকেই নির্বাচন করার ঘোষণা আসিফ মাহমুদের

খালেদা জিয়াকে প্রশংসায় ভাসিয়ে যা লিখলেন আসিফ

আসিফ মাহমুদ কোন দল থেকে নির্বাচন করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। তিনি জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে যোগ দেবেন বলে গুঞ্জন থাকলেও সেটার সম্ভাবনা কম। এর কারণ হলো, এনসিপি ইতোমধ্যে নিজেরা জোট করেছে, বিএনপির সঙ্গে যাওয়ার সম্ভাবনা কম।

গুঞ্জন আছে, আসিফ মাহমুদ বিএনপিতে যোগদান করতে পারেন। এতে তাকে ঢাকা-১০ আসনে বিএনপি ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিতে পারে। যদিও ওই আসনে ইতোমধ্যে বিএনপি রবিউল আলমকে প্রার্থী ঘোষণা করেছে। তবে দলীয় হাইকমান্ড মনে করলে রবিউল আলমকে বসিয়ে আসিফ মাহমুদকে প্রার্থী করতে পারে বিএনপি।


বিজ্ঞাপন


জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর