রাজধানীর লালবাগের শহীদ নগর ২ নম্বর গেট এলাকায় পূর্ব শত্রুতার জেরে হোসেন (২৪) নামে এক যুবককে হত্যার ঘটনার পাঁচ ঘণ্টার মধ্যে আবির হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-১০।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে তাকে কেরানীগঞ্জের খোলামোড়া থেকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
র্যাব-১০ এর একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে বিকেলে লালবাগে স্বেচ্ছাসেবক দল নেতা মো. হোসেনকে হত্যা করা হয়। নিহত যুবক একটি চুড়ি কারখানায় কাজ করতেন। তিনি মাদারীপুরের শাহ আলমের ছেলে। থাকতেন লালবাগ থানার শহীদ নগর ২ নম্বর গলিতে ভাড়া বাসায়।
নিহত হোসেনের বোন সুরাইয়া জানান, সোমবার (৮ ডিসেম্বর) আবিরের সঙ্গে নীরব নামে একজনের লাঠি নিয়ে ঝগড়া হয়। ওই এলাকার স্থানীয় আবির রোকসানার পোলা নামে পরিচিত।
সুরাইয়া বলেন, ‘আমার ভাই তাদের দুজনের ঝগড়া মিটিয়ে দেওয়ার চেষ্টা করে। এই ঘটনা নিয়ে আবির অনেক ক্ষিপ্ত হয় এবং রাতে তার কাছে আমার ভাই হোসেন মাফ চায়।’
বিজ্ঞাপন
তিনি জানান, আজ বিকেল সাড়ে ৩টার দিকে আবির আমার ভাইকে গলিতে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে বুকে ও পেটে এলোপাথাড়ি আঘাত করে হত্যা করে।
এমআইকে/এএইচ

