বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নির্বাচন প্রতিবেদন বিষয়ে প্রশিক্ষকদের প্রশিক্ষণ দিলো পিআইবি 

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৩০ পিএম

শেয়ার করুন:

নির্বাচন প্রতিবেদনের উপর প্রশিক্ষকদের প্রশিক্ষণ দিলো পিআইবি 
পিআইবিতে নির্বাচন প্রতিবেদন বিষয়ে প্রশিক্ষকদের প্রশিক্ষণ। ছবি: পিআইবি

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ‘ব্যালট’ প্রকল্পের আওতায় আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন প্রতিবেদনের বিষয়ে প্রশিক্ষকদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। জাতিসংঘ এবং অস্ট্রেলিয়া, জাপান, নরওয়ে, সুইডেন ও যুক্তরাজ্যসহ উন্নয়ন সহযোগীদের সহায়তায় পিআইবি সেমিনার কক্ষে তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ হয়। 

আসন্ন জাতীয় নির্বাচনের আগে নৈতিক, সঠিক এবং দায়িত্বশীল নির্বাচন কভারেজ প্রদানের জন্য সারা দেশে সাংবাদিকদের গাইডকারী প্রশিক্ষকদের পেশাদারী ক্ষমতা শক্তিশালী করা এই কর্মসূচির লক্ষ্য।


বিজ্ঞাপন


প্রশিক্ষণের শেষ দিন মঙ্গলবার (৯ ডিসেম্বর) সমাপন পর্বে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ মাহবুবুল হক। তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় পেশাদার সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘সঠিক ও নিরপেক্ষ নির্বাচন প্রতিবেদন শুধুমাত্র একটি পেশাদার দায়িত্ব নয়— এটি জাতির সেবা। সাংবাদিকরা যখন সত্যকে সততার সঙ্গে সমর্থন করে, তখন তারা জনগণের আস্থা শক্তিশালী করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে রক্ষা করে।’
 
বিশেষ অতিথি ইউনেস্কো ঢাকার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুসান ভিজ সহযোগিতামূলক প্রচেষ্টার প্রশংসা করেন এবং প্রশিক্ষণের দীর্ঘমেয়াদী প্রভাবের ওপর জোর দেন। তিনি বলেন, ‘দক্ষ প্রশিক্ষকদের বিনিয়োগ মানে সাংবাদিকতার ভবিষ্যতে বিনিয়োগ করা। এই উদ্যোগটি নিশ্চিত করতে সাহায্য করবে যে নাগরিকরা ন্যায্য, তথ্যভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কভারেজ পাচ্ছে- গণতন্ত্রে অবগত অংশগ্রহণের জন্য একটি অপরিহার্য ভিত্তি।’ 

PIB_ii
পিআইবিতে নির্বাচন প্রতিবেদন বিষয়ে প্রশিক্ষকদের প্রশিক্ষণ। ছবি: পিআইবি

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি দেশব্যাপী সাংবাদিকদের একটি শক্তিশালী ও যোগ্য পুল উন্নয়নে প্রতিষ্ঠানের অর্জন তুলে ধরেন। তিনি বলেন, ‘পিআইবি যোগ্য প্রশিক্ষকদের একটি নেটওয়ার্ক লালন করতে প্রতিশ্রুতিবদ্ধ, যারা সাংবাদিকদের উচ্চ পেশাদার মানের দিকে পরিচালিত করতে পারে। নৈতিক এবং সুঅবগত নির্বাচন প্রতিবেদন গুরুত্বপূর্ণ, এবং এই প্রশিক্ষণ জাতীয় প্রতিজ্ঞার দিকে একটি অর্থপূর্ণ পদক্ষেপ চিহ্নিত করে। 


বিজ্ঞাপন


এই উদ্যোগের মাধ্যমে পিআইবির লক্ষ্য দেশব্যাপী সাংবাদিকতার প্রশিক্ষকদের পেশাদার দক্ষতা বৃদ্ধি করা, যাতে তারা নির্বাচন প্রতিবেদনের জন্য সর্বোত্তম অনুশীলনের ওপর তিন হাজারেরও বেশি সাংবাদিককে দিকনির্দেশনা দিতে সক্ষম হন। এই প্রশিক্ষণে নির্বাচনের আইন, মিডিয়ার নৈতিকতা, তথ্য-চেক, ভুল তথ্য প্রতিক্রিয়া, নিরপেক্ষ প্রতিবেদন এবং নির্বাচন কভারেজ চলাকালীন সাংবাদিকদের নিরাপত্তাসহ মূল বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষকগণ এখন সারা দেশে বিভাগীয় ও জেলা পর্যায়ের প্রশিক্ষণ সেশনে নেতৃত্ব দেবেন।

পিআইবি আশা করছে, এই কর্মসূচির মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা আসন্ন নির্বাচনের সময় স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও দায়িত্বশীল মিডিয়া কভারেজ নিশ্চিত করতে উল্লেখযোগ্যভাবে অবদান রাখবে। -বিজ্ঞপ্তি 

ক.ম/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর