মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নদী, ভূমি ও পরিবেশ পর্যবেক্ষণে বাংলাদেশ-ইতালি সমঝোতা চুক্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৩০ পিএম

শেয়ার করুন:

নদী, ভূমি ও পরিবেশ পর্যবেক্ষণে বাংলাদেশ-ইতালি সমঝোতা চুক্তি
নদী, ভূমি ও পরিবেশ পর্যবেক্ষণে বাংলাদেশ-ইতালি সমঝোতা চুক্তি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড এবং থেলস অলেনিয়া স্পেস বাংলাদেশের নদী, ভূমি ও পরিবেশ পর্যবেক্ষণ এবং স্যাটেলাইট চিত্র ব্যবহার সক্ষমতা বৃদ্ধি করতে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। সমঝোতা অনুযায়ী, উভয় প্রতিষ্ঠান স্থানীয় দক্ষতা উন্নয়ন, জ্ঞান স্থানান্তর এবং পরীক্ষামূলক ব্যবহার করে দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু পর্যবেক্ষণ, কৃষি ও নগর পরিকল্পনায় সহযোগিতা করবে।

‎মঙ্গলবার (৯ ডিসেম্বর) সমঝোতা স্মারকটি বাংলাদেশ সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়েব এবং ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো।


বিজ্ঞাপন


ফয়েজ আহমদ তৈয়েব ইতালির সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ইতালি বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ও অংশীদার। বাংলাদেশ ভূমি ব্যবস্থাপনা, কৃষি, দুর্যোগ পর্যবেক্ষণ, জলবায়ু প্রতিরোধ এবং জাতীয় নিরাপত্তা বৃদ্ধির জন্য স্যাটেলাইট ও মহাকাশভিত্তিক প্রযুক্তিকে অগ্রাধিকার দিচ্ছে। প্রতি বছর প্রায় ২৫ হাজার প্রযুক্তি শিক্ষার্থী কর্মক্ষেত্রে প্রবেশ করছে। তাদের জন্য সুযোগ তৈরি করা আমাদের জাতীয় দায়িত্ব।

বিশেষ সহকারী আরও বলেন, সহযোগিতা বাড়ানো প্রয়োজন দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, বিশ্ববিদ্যালয় অংশীদারিত্ব এবং তথ্য নিরাপত্তা ক্ষেত্রে। তিনি বলেন, বিশ্বমানের প্রযুক্তি অনুশীলন বাংলাদেশকে দ্রুত আধুনিকীকরণে সহায়তা করবে। এই সমঝোতা স্মারক বাংলাদেশের সঙ্গে ইতালির মধ্যে উদীয়মান প্রযুক্তিতে নতুন সহযোগিতার দরজা খুলবে।

pic

ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো বলেন, এই অংশীদারিত্ব জাতীয় পরিকল্পনা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং পরিবেশ পর্যবেক্ষণে বিশেষ গুরুত্বপূর্ণ। তিনি জানান, প্রকল্পে অপটিক্যাল এবং রাডার পর্যবেক্ষণ প্রযুক্তি সংযুক্ত রয়েছে, যা বাংলাদেশের আবহাওয়ার জন্য উপযোগী।


বিজ্ঞাপন


সমঝোতা অনুযায়ী উভয় প্রতিষ্ঠান স্থানীয় দক্ষতা উন্নয়ন, জ্ঞান স্থানান্তর এবং পরীক্ষামূলক ব্যবহারের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু পর্যবেক্ষণ, কৃষি এবং নগর পরিকল্পনায় সহযোগিতা করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুন নাসের খান, স্যাটেলাইট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মুহাম্মদ ইমাদুর রহমান, থেলস অলেনিয়া স্পেসের কর্মকর্তারা এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অন্যান্য কর্মকর্তা।

এএইচ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর