রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৯৩২টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২টি বাস, ৩টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৬২টি সিএনজি ও ১৬২টি মোটরসাইকেলসহ মোট ৩০৯টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৭টি বাস, ২২টি ট্রাক, ৩২টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজি ও ১০৫টি মোটরসাইকেলসহ মোট ২৯৩টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, ৪টি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ২৪টি সিএনজি ও ১৩৫টি মোটরসাইকেলসহ মোট ২৪২টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৪টি বাস, ৬টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি ও ১২১টি মোটরসাইকেলসহ মোট ২৪৬টি মামলা হয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ১৭টি বাস, ২টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ১৩৬টি মোটরসাইকেলসহ মোট ৩২৩টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৩টি বাস, ১৯টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজি ও ৯৬টি মোটরসাইকেলসহ মোট ২৭৫টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ৬টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৩৪টি মোটরসাইকেলসহ মোট ১০৫টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৯টি বাস, ৫টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ৮০টি মোটরসাইকেলসহ মোট ১৩৯টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৩৮১টি গাড়ি ডাম্পিং ও ২০৫টি গাড়ি রেকার করা হয়েছে।
গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির ট্রাফিক বিভাগ এসব অভিযান পরিচালনা করে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
এমআইকে/এআর

