মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৫ পিএম

শেয়ার করুন:

লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন 

রাজধানীর লালবাগে ছুরিকাঘাতে মোহাম্মদ হোসেন (২৫) নামে এক কারখানা কর্মচারীকে হত্যা করা হয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে শহীদনগরে ২ নম্বর গলিতে এ ঘটনা ঘটে৷  

নিহত হোসেনের বোন সুরাইয়া আক্তার জানান, তারা থাকেন শহীদনগর ২ নম্বর গলিতে। বাসার পাশেই গহনা তৈরির কারখানায় কাজ করেন হোসেন। গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলায়।


বিজ্ঞাপন


হোসেনের বন্ধু মো. আব্দুর রাকিব জানান, সোমবার রাতে ২ নম্বর গলি দিয়ে যাচ্ছিল হোসেন ও তার বন্ধু নীরব। তখন নীরবের হাতে একটি লোহার পাইপ ছিল। নীরবের কাছে সেই পাইপ চান স্থানীয় আবির (২৮) নামে এক যুবক। সেটি দিতে না চাইলে নীরবকে কয়েকটি চড়-থাপ্পড়  মারেন আবির। এ সময় প্রতিবাদ করে আবিরকে চড় মারেন হোসেন। ওই ঘটনার পর স্থানীয়রা মিলে তাদের সবাইকে ডেকে বিষয়টি মীমাংসা করে দেন।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে কারখানায় কাজ শেষে খাবার খেতে বাসায় যাচ্ছিলেন হোসেন। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা আবির ধারাল ছুরি দিয়ে তার পেটে পাঁচ-ছয়টি আঘাত করেন। পরে আশপাশের লোকজন মুমূর্ষু অবস্থায় হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক বিকাল সোয়া ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, ঘটনাটি লালবাগ থানাকে জানানো হয়েছে।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন আলী জানান, বিস্তারিত জানতে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
 
ক.ম/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর