মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আইজিপির অপসারণ দাবিতে শাহবাগ অবরোধ, যানজটে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৪ পিএম

শেয়ার করুন:

S
পিন্টু হত্যার বিচার ও আইজিপির অrসারণ দাবিতে শাহবাগ অবরোধ করেছেন শহীদ পিন্টু স্মৃতি সংসদের নেতাকর্মীরা। ছবি- সংগৃহীত

ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুতে পুলিশের বর্তমান আইজিপি বাহারুল আলমের সম্পৃক্ততা রয়েছে দাবি করে তার অপসারণ চেয়ে আসছে ‘শহীদ পিন্টু স্মৃতি সংসদ’। একই দাবিতে এবার শাহবাগ মোড় অবরোধ করলেন সংগঠনটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে ৩টার দিকে শাহবাগ মোড়ে মূল সড়কে অবস্থান নেন ওয়ারী, গেন্ডারিয়া, পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে আসা সহস্রাধিক মানুষ। 


বিজ্ঞাপন


এর ফলে শাহবাগ এবং এর আশপাশের সড়কগুলোতে সব ধরনের যানবাহন আটকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন এসব সড়কে চলাচলকারী যাত্রীরা। 

অবস্থা বেগতিক দেখে অনেককে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দিতে দেখা যাচ্ছে। অনেকে আবার গণপরিবহন থেকে নেমে রিকশা কিংবা ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে গন্তব্যে রওনা হচ্ছেন। 

shahbag-20251209162133
পিন্টু হত্যার বিচার ও আইজিপির অrসারণ দাবিতে শাহবাগ অবরোধ করেছেন শহীদ পিন্টু স্মৃতি সংসদের নেতাকর্মীরা। ছবি- সংগৃহীত

শাহবাগ অবরোধ কর্মসূচি সম্পর্কে শহীদ পিন্টু স্মৃতি সংসদের সভাপতি রফিক আহমেদ ডলার বলেন, ‘আমরা পিন্টু হত্যাকাণ্ডের বিচার চাই। আমরা চাই দ্রুত আইজিপিকে তার পদ থেকে অপসারণ করা হোক। এরপর তার বিষয়ে সরকার যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।’


বিজ্ঞাপন


শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘বর্তমানে শাহবাগ ব্লকড। পিন্টু স্মৃতি সংসদের ব্যানারে লোকজন শাহবাগ অবরোধ করে আন্দোলন করছে। আপাতত যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’

এর আগে রোববার (৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে শহীদ পিন্টু স্মৃতি সংসদ আয়োজিত প্রতিবাদ সভায় বিএনপির প্রয়াত নেতা পিন্টুর মৃত্যুকে ‘পরিকল্পিত’ দাবি করেন তার স্ত্রী সাবেক মহিলা কাউন্সিলর নাসিমা আক্তার কল্পনা।

এছাড়া পিলখানা হত্যাকাণ্ড ও ৫৭ সেনা কর্মকর্তার নির্মম হত্যা মামলায় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নাম প্রকাশের পর তিনি আইজিপি বাহারুল আলমকে অবিলম্বে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর