আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালটে ভোটদানে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে। এক্ষেত্রে ঠিকানা ভুল দিয়ে থাকলে তা সংশোধনে অতিরিক্ত সময় পাবে সৌদি আরবসহ সাতটি দেশ আর অন্যান্য দেশগুলোর ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যেই করতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।
বিজ্ঞাপন
তিনি বলেন, মোবাইল অ্যাপের মাধ্যমে বৈদেশিক ঠিকানা সংশোধনের সময়সীমা প্রবাসী ভোটারদের অনুরোধে শুধুমাত্র সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ওমান, কুয়েত ও বাহরাইনে আগামী ১৪ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তবে আজ থেকে অন্যান্য দেশের নিবন্ধিত ভোটাররা ঠিকানা সংশোধন করতে পারবেন না।
ইসির সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা জানান, গত ১৯ নভেম্বর থেকে বিভিন্ন দেশে বসবাসকারীদের নিবন্ধন শুরু হয়েছে, চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যে তফসিল ঘোষণার দিন থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবেভোটের কাজে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারী ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের নিবন্ধন কার্যক্রম। তবে যারা ভোটের সঙ্গে সরাসরি যুক্ত থাকবেন তাদের নিবন্ধন আরও কিছুদিন পরে শুরু হবে।
বিভিন্ন দেশ থেকে এখন পর্যন্ত ৩ লাখের মতো প্রবাসী নিবন্ধন করেছেন।
বিজ্ঞাপন
এমএইচএইচ/এফএ

