মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

২ চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেফতার ৩

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২৯ পিএম

শেয়ার করুন:

arrest
মোটরসাইকেলসহ গ্রেফতারকৃত দুজন। ছবি- ঢাকা মেইল

দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ। তারা হলেন- হারুন অর রশিদ সুমন (৩৬), শয়ন আহম্মেদ (৩৪) ও রিয়াদ পারভেজ (৩৬)।

ভাটারা থানা সূত্র জানায়, রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার নর্থ সাউথ রোড সংলগ্ন চেক পোস্টের পাশে রাস্তা উপর থেকে গত রাতে আব্দুল্লাহ আল মামুনের একটি ১৬০ সিসি মোটরসাইকেল অজ্ঞাত চোর চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পরে তিনি ভাটারা থানায় একটি চুরির মামলা করেন।


বিজ্ঞাপন


তার মামলার প্রেক্ষিতে ভাটারা থানার একটি টিম ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত মো. হারুন অর রশিদ সুমন ও মো. শয়ন আহম্মেদকে গ্রেফতার করে। 

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রূপগঞ্জ থানার ভোলতা এলাকায় গাউছিয়া মার্কেট এলাকা থেকে রিয়াদ পারভেজকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃত রিয়াদ পারভেজের হেফাজত থেকে চোরাইকৃত সেই মোটরসাইকেলসহ অপর একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এমআইকে/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর