মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এক মাসে ১৬৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ বিজিবির

‎নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২৮ পিএম

শেয়ার করুন:

BGB
এক মাসে ২০৬ কোটি টাকার চোরাচালান জব্দ। ছবি: সংগৃহীত

‎সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে গত এক মাসে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ১৬৮ কোটি টাকার বিপুল পণ্য, অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময় বিপুল সংখ্যক দেশি-বিদেশি অস্ত্র, গুলি, মাইনসহ বেশ কয়েকটি ককটেল বোমা উদ্ধার করা হয়।

‎মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিজিবির মিডিয়া কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

‎শরিফুল ইসলাম জানান, গত নভেম্বর মাসে বিজিবি মোট ২ কেজি ২৬৬.২২ গ্রাম স্বর্ণ, ১২১ গ্রাম রূপা, ১৭ হাজার ২৩৪টি শাড়ি, ২১ হাজার ৩৩৮টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ২৭ হাজার ৪৫০টি তৈরি পোশাক, ৯ হাজার ৭৪০ মিটার থান কাপড়, ৩ লাখ ৪০ হাজার ৩৮০টি কসমেটিকস, ৬ হাজার ৫৬৪ পিস ইমিটেশন গহনা, ১০ লাখ ৯ হাজার ৪২১টি আতশবাজি ও ছয় হাজার ২১৬ ঘনফুট কাঠ জব্দ করে।

‎এছাড়াও, ১ হাজার ২৮৪ কেজি চা পাতা, ১১ হাজার ৪৭৯ কেজি সুপারি, ৬৬ হাজার ৫৪৬ কেজি কয়লা, ১২ হাজার ৮৯০ ঘনফুট পাথর, ৫৯৭ কেজি জাল-সুতা, ১৫ হাজার ১৭৮টি প্লাস্টিক/ইলেকট্রনিকস সামগ্রী, ৪৪৫টি মোবাইল ফোন, ১৫ হাজার ১৪৫টি মোবাইল ডিসপ্লে, ৭৩ হাজার ৫৬৪টি চশমা, ৩৭ হাজার ৬৯০ কেজি জিরা, ৪ হাজার ৯৭০ কেজি চিনি, ১ লাখ ৬৩ হাজার ৪৯০ কেজি পিয়াজ এবং ১ হাজার ৭৩১ কেজি রসুনসহ বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য ও কৃষি উপকরণ উদ্ধার করা হয়। পাশাপাশি, ৪৮৫ লিটার ডিজেল, ১ লাখ ৬৮ হাজার ২১টি চকোলেট, ৮১৯টি গরু/মহিষ, বিভিন্ন ধরনের মোট ১০৪টি যানবাহন এবং ১৭৯টি নৌকা জব্দ করা হয়েছে।
 
‎এসব মালামালের পাশাপাশি, ৪টি দেশীয় পিস্তল, ১টি হ্যান্ড গ্রেনেড, ২টি ম্যাগাজিন, ১৯ রাউন্ড গুলি, ২ কেজি ৩০০ গ্রাম গান পাউডার, ৩টি মাইন, ৬টি ককটেল এবং ৯টি অন্যান্য অস্ত্র জব্দ করা হয়েছে। এসব অস্ত্রের ছাড়াও, ২০ লাখ ৫৮ হাজার ৭৮৯ পিস ইয়াবা,  ১৯৩ গ্রাম হেরোইন, ৩ হাজার ৭১৪ বোতল ফেনসিডিল, ৭ হজার ১৭৬ বোতল বিদেশী মদ, ২০৩ লিটার বাংলা মদ, ৬০৮ ক্যান বিয়ার, ১ হাজার ৫২৬ কেজি ৫০ গ্রাম গাঁজা, ১ লাখ ১৭ হাজার ৮৫১ প্যাকেট সিগারেট/বিড়ি, ৫০ হাজার ৫৮৫টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৩ হাজার ৪৬৩ বোতল ইস্কাফ সিরাপ, ৮ হাজার ১৫৬টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ৫৬ হাজার ১২০টি মদ তৈরির বড়ি এবং ৭ লাখ ৬৭ হাজার ৯২৩ পিস বিভিন্ন প্রকার ট্যাবলেট ও ঔষধ।
 
‎অভিযানের সময় ১৫৯ জন চোরাচালানী এবং সীমান্ত অতিক্রমের দায়ে ১৩৭ জন বাংলাদেশী ও ২ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি।

‎এ ছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে আটক হওয়া ৪০৩ জন মায়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

‎একেএস/ক.ম  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর