আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে ভ্যাট সপ্তাহ। প্রতি বছরের মতো ১০ ডিসেম্বর ‘জাতীয় ভ্যাট দিবস’। এবার ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট সপ্তাহ পালন করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে গত বছরের ধারাবাহিকতায় এবারও সেরা ভ্যাটদাতা প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে না সম্মাননা।
এনবিআর সূত্র জানায়, ভ্যাট প্রদানে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে আগে জাতীয় পর্যায়ে শীর্ষ ৯ ভ্যাট প্রদানকারী এবং জেলা পর্যায়ে ১৩৮ প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হতো। কিন্তু সার্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবারও সেই সম্মাননা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে গত নভেম্বর মাসে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে সভাপতি করে ৯ সদস্যের একটি কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি গঠন করা হয়। কমিটিতে কাস্টমস, করনীতি, আইটি, মূসক বাস্তবায়ন, মূসক নিরীক্ষা ও গোয়েন্দা দপ্তরসহ সংশ্লিষ্ট বিভাগের শীর্ষ কর্মকর্তারা রয়েছেন।
সম্প্রতি ভ্যাট দিবস উদযাপন উপকমিটির দ্বিতীয় সভায় জানানো হয়-দেশের সামগ্রিক পরিস্থিতির কারণে এবারও সর্বোচ্চ মূসক পরিশোধকারী প্রতিষ্ঠানকে পুরস্কার বা ক্রেস্ট দেওয়া হবে না। কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সর্বসম্মত সিদ্ধান্তেই এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
২০০৫ সাল থেকে এনবিআর নিয়মিতভাবে সর্বোচ্চ ভ্যাটদাতাদের সম্মাননা দিয়ে আসলেও টানা দুই বছর তা বন্ধ রাখতে বাধ্য হচ্ছে সংস্থাটি।
বিজ্ঞাপন
এনবিআরের একটি উচ্চপদস্থ কর্মকর্তা জানান, সরকার বর্তমানে আর্থিক ব্যয় সাশ্রয়ী নীতি অনুসরণ করছে। তাই সীমিত আকারে ভ্যাট দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রচার-প্রচারণার অংশ হিসেবে ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক, সড়কদ্বীপ, ফ্লাইওভার, ওভারব্রিজসহ জনসমাগম এলাকাগুলোতে ব্যানার, রোল-আপ ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডের মাধ্যমে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ঘিরে প্রচারণা চালানো হবে।
এমআর/এমআই

