মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সৎ প্রার্থীকে নির্বাচিত করলে দুর্নীতি কমবে: অর্থ উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:২২ পিএম

শেয়ার করুন:

Saleh uddin
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নিলে দেশে দুর্নীতি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে রাজধানীর শিল্পকলা একাডেমিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


বিজ্ঞাপন


অর্থ উপদেষ্টা বলেন, ‘ভোটাররা যদি দুর্নীতিবাজদের বাদ দিয়ে সঠিক লোককে নির্বাচিত করেন, তবেই রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে সমাজের সব স্তরে দুর্নীতির প্রবণতা কমবে।’

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘ভবিষ্যতে দুর্নীতি যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য প্রতিরোধমূলক পদক্ষেপকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি অতীতের দুর্নীতিবাজদের কঠোর শাস্তি নিশ্চিত করে সমাজে তাদের প্রতি ঘৃণার সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলতে হবে।’

তিনি আরও বলেন, ‘হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারকারীদের শুধু কারাগারে রাখলেই শাস্তি সম্পূর্ণ হয় না; তাদের বিরুদ্ধে সামাজিক ঘৃণা তৈরি করাই হচ্ছে সবচেয়ে কার্যকর প্রতিরোধ।’


বিজ্ঞাপন


তিনি বলেন, দুর্নীতি বন্ধ করতে হলে কেবল আইনের উপর নির্ভর করলে হবে না- সমাজকে একইসঙ্গে সচেতন ও সক্রিয় হতে হবে। দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট না করলে তাদের দৌরাত্ম্য কমবে না বলেও তিনি সতর্ক করেন।

সভায় দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, ‘সমাজের বিভিন্ন স্তরে দুর্নীতি এতটাই বিস্তার লাভ করেছে যে তা নির্মূল করা জটিল হয়ে দাঁড়িয়েছে। তবে জনগণ সঠিক সিদ্ধান্ত নিলে পরিবর্তন সম্ভব।’

তিনি আরও বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা দুর্নীতিবাজদের বাদ দিলে দেশের সামগ্রিক দুর্নীতি অনেকটাই কমে আসবে।’

তিনি আরও উল্লেখ করেন, সৎ ও যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করতে পারলেই রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে সব স্তরে শুদ্ধতার পরিবেশ তৈরি হবে।

টিএই/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর