আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্তের মধ্যে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন (সিইসি)।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর সোয়া ১টায় প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের উদ্দেশে কমিশন থেকে রওয়ানা হন ইসি। আগামীকাল বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে; এরপরই তফসিল ঘোষণা করা হবে।
বিজ্ঞাপন
জানা যায়, সীমানা নির্ধারণসংক্রান্ত রিট ও প্রতীক বরাদ্দের পর প্রার্থিতা ফিরে পাওয়া নিয়ে আদালতে দ্বারস্থ হন অনেকে; এই সব বিষয়ে আলোচনা হতে পারে।
ইতোমধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে প্রস্তুতি অবহিত করার পাশাপাশি সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে এসেছেন পুরো কমিশন।
সবকিছু ঠিক থাকলে আগামীকাল বুধবার (১০ ডিসেম্বর) বা আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোটের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। আর ফেব্রুয়ারির প্রথমার্ধের ভোট গ্রহণ সম্পন্ন।
বিজ্ঞাপন
এমএইচএইচ/এমআই

