মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বেস্ট ফেলোর স্বীকৃতি পেলেন ৬ সাংবাদিক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৩২ এএম

শেয়ার করুন:

journalist
বেস্ট ফেলোর স্বীকৃতি পেলেন ৬ সাংবাদিক। ছবি: ঢাকা মেইল

সমন্বিত সড়ক নিরাপত্তা বিষয়ক মিডিয়া ফেলোশিপ সম্পন্ন করে বেস্ট ফেলোর স্বীকৃতি পেয়েছেন ছয় সাংবাদিক। সমাপনী অনুষ্ঠানে তাদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।  

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডির একটি হোটেলে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এ আয়োজন করে।


বিজ্ঞাপন


তারা হলেন- দৈনিক দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ইমন রহমান, প্রথম আলোর বিশেষ সংবাদদাতা আনোয়ার হোসেন, বাংলানিউজ২৪.কমের সিনিয়র করেসপন্ডেন্ট মো. রেজাউল করিম রাজা, দ্য নিউ এজের সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট শাহীন আক্তার, দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার জামিউল আহসান শিপু ও বাংলা ভিশনের বিজনেস এডিটর জিয়াউল হক সবুজ।

সড়ক নিরাপত্তা নিয়ে তথ্যভিত্তিক, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল বিশ্লেষণমূলক প্রতিবেদন পরিবেশনের জন্য সাংবাদিকদের সহায়তা করার লক্ষ্যে পরিচালিত তিন মাসব্যাপী এ মিডিয়া ফেলোশিপ কর্মসূচিতে দেশের বিভিন্ন জাতীয় ও দৈনিক, সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেল, সংবাদ সংস্থা ও অনলাইন অনলাইন নিউজ পোর্টালে কর্মরত মোট ২৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল ফেলোকে সার্টিফিকেট ও সম্মাননা চেক প্রদান করা হয়। এছাড়া সংশ্লিষ্ট মেন্টরের সুপারিশক্রমে ছয় জন ফেলোকে “বেস্ট ফেলো” হিসেবে বিশেষ স্বীকৃতি প্রদান করা হয় এবং তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। 


বিজ্ঞাপন


ফেলোশিপ চলাকালে নির্বাচিত সাংবাদিকেরা বিএনএনআরসি কর্তৃক নির্ধারিত একজন মেন্টর (বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিক) এর তত্ত্বাবধানে সড়ক নিরাপত্তা বিষয়ে তথ্যভিত্তিক, বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণধর্মী মোট ৭৫টি প্রতিবেদন প্রস্তুত ও প্রকাশ করেছেন। এসব প্রতিবেদনের মাধ্যমে সড়ক দুর্ঘটনার (রোডক্র্যাশ) কারণ, কাঠামোগত দুর্বলতা, নীতিগত ঘাটতি ও সড়ক নিরাপত্তায় করণীয় এবং সমন্বিত সড়ক নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে গণমাধ্যমে সুগভীর আলোচনা তৈরি হয় এবং পাঠক ও দর্শকদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে।

ফেলোশিপকালীন মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন- প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, বাংলা টিভির প্রধান বার্তা সম্পাদক বাদশা মিয়া, দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেসের প্ল্যানিং এডিটর আসজাদুল কিবরিয়া, চ্যানেল আইয়ের নিউজ এডিটর ড. সাকিলা জেসমিন, দৈনিক নয়া দিগন্তের প্রধান প্রতিবেদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন এবং আমার দেশ এর প্রধান প্রতিবেদক বাছির জামাল। 

অনুষ্ঠানে ফেলো ও মেন্টরসহ আরও উপস্থিত ছিলেন- গ্লোবাল হেলথ এডভোকেসি ইনকিউবিটর (জিএইচএআই)-এর কান্ট্রি কোঅর্ডিনেটর মি. ড. মো. শরিফুল আলম এবং বিএনএনআরসি’র নির্বাহী প্রধান মি. এ এইচ এম বজলুর রহমান।   

এমআইকে/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর