সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাবেক এমপি ইলিয়াস মোল্লা ও তার স্ত্রীর নামে দুদকের ২ মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৩০ পিএম

শেয়ার করুন:

Ilias
ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. ইলিয়াস উদ্দিন মোল্লা।

জ্ঞাত আয়ের বাইরে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. ইলিয়াস উদ্দিন মোল্লা ও তার স্ত্রী ফরিদা ইলিয়াসের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৮ ডিসেম্বর) দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।


বিজ্ঞাপন


দুদক জানায়, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ইলিয়াস উদ্দিন মোল্লা তার ক্ষমতার অপব্যবহার ও ঘুষ গ্রহণের মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৪ কোটি ৮ লাখ ২৮ হাজার ৬০৭ টাকা মূল্যমানের সম্পদ অর্জন করেন। এ ছাড়া দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ৪০টি হিসাবে মোট ১৭৩ কোটি ৪৬ লাখ ৪১ হাজার ৮০৪ টাকার অস্বাভাবিক লেনদেন পাওয়ার প্রমাণ পাওয়া যায়।

এ ঘটনায় তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারাতে মামলা দায়ের করা হয়েছে।

আরেকটি অভিযোগে বলা হয়, ইলিয়াস উদ্দিন মোল্লার সহায়তায় তার স্ত্রী ফরিদা ইলিয়াস জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৫৩ লাখ ১৭ হাজার ৬৫০ টাকা সমপরিমাণ সম্পদ অর্জন করেন। তার নামে পরিচালিত ৪টি ব্যাংক হিসাবে মোট ৮ কোটি ৯৭ লাখ ৯৩ হাজার ৯৩৯ টাকার অস্বাভাবিক লেনদেন পাওয়া যায়।

এ কারণে ইলিয়াস মোল্লার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় আরেকটি মামলা দায়ের করেছে কমিশন।


বিজ্ঞাপন


এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর