সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পোস্টাল ভোট: মোতায়েনের পর আইনশৃঙ্খলা বাহিনীর নিবন্ধন 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:২৮ পিএম

শেয়ার করুন:

পোস্টাল ভোট: মোতায়েনের পর আইনশৃঙ্খলা বাহিনীর নিবন্ধন 
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালন করতে গিয়ে আইন–শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন হওয়ার পর পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৮ ডিসেম্বর) বিকালে নির্বাচন ভবনে নিজ দফতরের সামনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


তিনি বলেন, আগামী ১০ ডিসেম্বরে প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটা ভাষণ রেকর্ড করবেন। এখন রেকর্ডের বিষয়বস্তুটা এবং সময়টা এটা স্যার নির্ধারণ করবেন। কিন্তু একটা রেকর্ডিং হবে এটুকু আমার  জানা আছে এবং সেটা আপনাদের সাথে শেয়ার করলাম।আর আরো দুটো বিষয় আছে। সেটা হচ্ছে যে আপনার নির্বাচনের তফসিল ঘোষণার পর যারা দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন। তারা তফসিল ঘোষণার থেকে ১৫ দিনের ভিতরে নিবন্ধন করবেন, যেন তারা তাদের নির্ধারিত ঠিকানায় আপনার পোস্টাল ব্যালটটা পেতে পারেন। 

তিনি বলেন, নির্বাচনের কার্যক্রমের সাথে সরাসরি যুক্ত হবেন যাদের ডেপ্লয়মেন্টটা পরে হবে। যেমন আপনার পাঁচ দিন অথবা সাত দিনের জন্য যাদের ডেভলপমেন্ট হবে পুলিশ বাহিনী অথবা সেনাবাহিনী বা আনসার বাহিনীর তাদের নিবন্ধনটা পরবর্তীতে থাকবে। কিন্তু সরকারি চাকরিজীবী এবং যারা আইনি হেফাজতে আছেন তাদেরটা তফসিল ঘোষণার দিন থেকে ১৫ দিনের ভিতরে কমপ্লিট করতে হবে।

সাধারণত যেদিন রেকর্ড হয় ওই দিনই স্যার তফসিল ঘোষণা হয়- এমন বিষয় সামনে আনলে তিনি বলেন, আমি আপনাদেরকে বলেছি যে রেকর্ডিং এর বিষয়বস্তু এবং কখন করবেন এ সম্পর্কে আমার ধারণা নেই। আমি যখনই দেখুন আপনারা আমাকে জিজ্ঞাসা করেছেন ১০ তারিখে রেকর্ড করা হবে কিনা আমি বললাম যে হ্যাঁ হবে। রাষ্ট্রপতির কাছে সাক্ষাতের সময়টা জানানো হয়নি, আমি আশা করছি যে কালকে নাগাত জানানো যাবে। 

সিভিল সার্ভিসের এসোসিয়েশনের প্রতিনিধিদের সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে-তিনি বলেন, তারা এসে আমাদেরকে জানিয়ে গেছে যে সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে যে যত টুকু সহযোগিতা প্রয়োজন তার থেকে বেশি ছাড়া কম করা হবে না। 


বিজ্ঞাপন


নির্বাচনি পরিচালনা ম্যানুয়াল ছাপানেরা বিষয়ে তিনি বলেন, ম্যানুয়াল প্রিন্টিং এখনো হয়নি, তার কারণ হচ্ছে যে আমরা এখনো তিনটা বিষয় আইন লেজিসলেটিভ ডিভিশন থেকে এখনো পাইনি। আরপিও লাস্ট অ্যামেন্ডমেন্ট যেটা নির্বাচন পরিচালনা বিধিমালা এবং রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালার সংশোধনী এই তিনটা এখন আমরা হাতে পাইনি। এটা তিনটা পেলেই আপনার ম্যানুয়াল গুলো প্রিন্টিংয়ে দেওয়া যাবে। 

নির্বাচনের প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, আমাদের অবস্থানগতভাবে যে প্রস্তুতিটা ছিল তা চূড়ান্ত এবং আপনারা জানেন যে ভোটার তালিকা আমরা চূড়ান্ত করে লিংক দেওয়া হয়েছে উপজেলা পর্যন্ত, এখন সেই লিংক অনুযায়ী তারা কাজ করছেন। আর বাকিটুকু তো আরো কিছু কাজ আছে যেমন রেজিস্ট্রেশনের পরবর্তীতে আইসিপিভি (ইন কান্ট্রি ভোটিং) এবং আপনার ওসিভি (আউট কান্ট্রি ভোটিং) ওয়াটারমার্ক করে ভোটার তালিকাগুলোকে চূড়ান্ত করার এ কাজটা আরো পরে হবে।

এমএইচএইচ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর