সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শিশু নির্যাতন মামলার পলাতক আসামি আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:০৪ পিএম

শেয়ার করুন:

শিশু নির্যাতন মামলার পলাতক আসামি আটক
শিশু নির্যাতন মামলার পলাতক আসামি আটক। ছবি: সংগৃহীত

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার একটি এলাকা থেকে ফরিদপুরের চরভদ্রাসন থানায় দায়ের হওয়া শিশু নির্যাতন মামলার পলাতক এক আসামিকে আটক করেছে র‌্যাব-৩। তাঁর নাম মো. মোজাম্মেল হক (২৫)। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩–এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া।


বিজ্ঞাপন


র‌্যাব জানায়, নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা মোজাম্মেল স্থানীয় একটি মসজিদে শিশুদের আরবি শিক্ষা দিতেন। গত ৪ ডিসেম্বর ওই মসজিদে পাঠদানের সময় তিনি এক শিশুর ওপর গুরুতর নির্যাতন চালান বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি জানাজানি হলে শিশুটির পরিবার চরভদ্রাসন থানায় মামলা করে। মামলা হওয়ার পর থেকেই মোজাম্মেল গা-ঢাকা দেন। তিনি ঢাকার ক্যান্টনমেন্ট এলাকায় লুকিয়ে ছিলেন। এমন তথ্যে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার করার পর তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এমআইকে/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর