বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ঢাকা

নেই শিডিউল বিপর্যয়, স্বস্তিতে ঢাকা ছাড়ছেন মানুষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জুলাই ২০২২, ১২:২৯ পিএম

শেয়ার করুন:

নেই শিডিউল বিপর্যয়, স্বস্তিতে ঢাকা ছাড়ছেন মানুষ
ছবি: ঢাকা মেইল

ঈদ যাত্রার তৃতীয় দিন আজ। স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে মানুষ। সকাল থেকেই কমলাপুর স্টেশনে ঈদে ঘরমুখো মানুষের ভিড় বাড়তে থাকে। গত দু’দিন কয়েকটা ট্রেনের সিডিউল বিপর্যয় হলেও আজ সব ট্রেনই নির্দিষ্ট সময়ে কমলাপুর ছেড়ে যাচ্ছে। নানা ভোগান্তি পেরিয়ে টিকিট কাটলে নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে যাওয়ায় খুশী যাত্রীরা। এদিকে আজ সরকারি-বেসরকারি অফিসের শেষ কর্মদিবস হওয়ায় দুপুরের পর থেকে যাত্রীদের ছাপ আরও বাড়বে বলে জনিয়েছেন রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে সরেজমিনে কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে, বেশিরভাগ ট্রেন সময় মতো ছেড়ে যাচ্ছে। দু’একটি ট্রেন ছাড়ছে সামান্য দেরিতে। প্ল্যাটফর্মগুলোতে নির্দিষ্ট লাইনে যাত্রার অপেক্ষা করছে ট্রেন। আগে থেকে লাইনে অবস্থান করায় যাত্রীরাও নির্দিষ্ট আসনে বসতে পারছেন সহজে। আবার অনেকে প্ল্যাটফর্মে বসে রয়েছেন নির্দিষ্ট ট্রেনের অপেক্ষায়। যারা টিকিট পাননি তারাও স্ট্যান্ডিং বা সিটবিহীন টিকিট কেটে ট্রেনের অপেক্ষা করছেন। টিকিট ছাড়াও দু’একজনকে ট্রেনে উঠতে দেখা গেছে।


বিজ্ঞাপন


স্টেশনে দেখা যায়, ছাড়ার অপেক্ষায় রয়েছে চাঁপাইনবাবগঞ্জগামী রাজশাহী কমিউটার, চট্টগ্রামগামী চট্রলা এক্সপ্রেস, মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস, চাঁপাইনবাবগঞ্জগামী বনলতা এক্সপ্রেস, রাজশাহীগামী সিল্কসিটি ও সিলেটগামী কালনী এক্সপ্রেস।

রাজশাহী কমিউটারের যাত্রী বেলাল আহমদ বলেন, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ট্রেনের টিকিট কেটেছিলাম। এখন সময় মতো ট্রেন ছাড়ায় খুব ভালো। সব ক্লান্তি দূর হয়ে গেছে।

এই ট্রেনের আরেক যাত্রী জহিরুল ইসলাম বলেন, প্রায় দু’দিনে অন্তত ৩২ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ট্রেনের টিকিট কেটেছিলাম। কী সীমাহীন ভোগান্তি পোহাতে হয়েছিল বলে বুঝাতে পারব না। আজ ট্রেন দেখলাম সময় মতো যাচ্ছে, এটা খুব আনন্দের।

কমলাপুর স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, আজ থেকে যাত্রীদের চাপ বাড়ছে। ঈদের আগে শেষ কর্মদিবস হওয়ায় বিকেলে এই চাপ আরও বাড়বে। আমরা আশা করছি- আজ থেকে ৬৫ থেকে ৭০ হাজার মানুষ ট্রেনে ঢাকা ছাড়বে। 


বিজ্ঞাপন


মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, সব মানুষই ঈদের আনন্দকে ভাগাভাগি করতে বাড়ি যাচ্ছে। আমরা চাই মানুষের এই মানুষের ঈদযাত্রা যেন স্বাচ্ছন্দ্যময় হয়। আমরা সেই লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছি। 

শিডিউল বিপর্যয় প্রসঙ্গে তিনি বলেন, এখনও বড় ধরনের শিডিউল বিপর্যয় হয়নি। তবে দু’একটা ট্রেন দেরিতে আসায় দেরিতে ছেড়ে যাচ্ছে। এটাকে শিডিউল বিপর্যয় বলা যায় না।

এসএএস/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর