রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে ওই বাসার গৃহকর্মী পলাতক রয়েছে। হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।
সোমবার (৮ নভেম্বর) সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের ৩২/২/এ নম্বর ভবনের সপ্তম তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহ দুটি উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীটি।
বিজ্ঞাপন
নিহতরা হলেন- মালাইলা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫)।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে বাসার গৃহকর্মীকে সন্দেহ করা হচ্ছে। তবে তার নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, নিহতরা ভবনের ৭ তলায় বসবাস করতেন। গৃহকর্তা আজিজুল ইসলাম সকালে কাজের উদ্দেশ্যে বের হয়ে যায়। দুপুর ১২টার দিকে এসে তিনি স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরবর্তীতে মেয়ে নাফিসাকে জীবিত অবস্থায় পেলেও হাসপাতালে নেওয়ার পর মারা যায়।
বিজ্ঞাপন
ঘটনাস্থলে থানা পুলিশ ও তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা যান।
একেএস/এমআর

