- সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে নিকুঞ্জ - ১ এলাকায় সাজসজ্জার নামে রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন।
- জনগণের ভোটে ক্ষমতায় গেলে বিএনপি দুর্নীতির লাগাম টেনে ধরবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে, নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার প্রচারের কথা ইঙ্গিত করে মি. রহমান, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর ভূমিকার কথা তুলে ধরে নিজ দলের নেতা-কর্মী ও জনগণকে তা মনে রাখার আহ্বান জানান।
- ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন এবং একই দিনে গণভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
নির্বাচনী দায়িত্বে বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের রাখা হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। - ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে নতুন জোট গঠনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই জোট গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
- পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ কোয়ার্টারের ভেতরে বস্তাবন্দী করে আট কুকুরছানা হত্যার ঘটনায় করা মামলায় কারাগারে থাকা নিশি আক্তারকে জামিন দিয়েছে আদালত।
- ‘রোজা এবং পূজাকে একই মুদ্রার এপিঠ-ওপিঠ’ বলে মন্তব্য করায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি) মামলার অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।
- অননুমোদিত মোবাইল ফোন বন্ধ করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভবনের সামনে সড়ক আটকে বিক্ষোভ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।
- প্রস্তাবিত ঢাকা সেন্টাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর শিক্ষা ভবনের সামনে সড়কে দুপুর একটা থেকে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। হাইকোর্ট থেকে শিক্ষা ভবনগামী সড়কটিতে রাতেও অবস্থানের ঘোষণা দিয়েছেন তারা।
/এএস

