তফসিল ঘোষণা ও ভোটের তারিখ নিয়ে আলোচনা করতে আজ রোববার (৭ ডিসেম্বর) দশম কমিশন সভা শেষে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছে এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।
রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করা হবে। এতে সার্বিক বিষয়ে আলোচনা হবে। এরপর ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।’
দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার কথা রয়েছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হবে।
২০২৪ সালের ২১ নভেম্বর শপথ নেয় এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। চার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, তাহমিদা আহমদ ও আবুল ফজল মো. সানাউল্লাহ। আর সচিব হিসেবে রয়েছেন আখতার আহমেদ।
বিজ্ঞাপন
এমএইচএইচ/এফএ

