রাজধানীর ডেমরার মোল্লা ডাইং এলাকায় সড়ক পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় মো. বাবুল মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ঘটনার পর বাবুলকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেন। সেখানে দুপুর পৌনে ১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বাবুলের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ভাটিয়া গ্রামে। তিনি ডেমরা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার বাবার নাম মতি মিয়া।
ঘটনাস্থল থেকে যুবক আশিকুর রহমান জানান, রাস্তা অতিক্রম করার মুহূর্তে দ্রুতগতির একটি অটোরিকশা বাবুলকে সজোরে ধাক্কা দেয়। পড়ে যাওয়ার পরই তার অবস্থা গুরুতর হয়ে পড়ে। পরে তারা কয়েকজন মিলে তাকে হাসপাতালে পাঠান।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, ডেমরা থেকে একজনকে আহত অবস্থায় ঢামেকে আনা হয়েছিল। পরে চিকিৎসক মৃত ঘোষণা করলে নিহতের মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, ‘বিষয়টি ডেমরা থানাকে জানানো হয়েছে। সংশ্লিষ্ট অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।’
এমআইকে/এএইচ

