জুলাই-আগষ্ট অভ্যুত্থানে নিহত হওয়া শহীদদের মরদেহ রায়েরবাজার কবরস্থান থেকে উত্তোলন করে শনাক্ত করা শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডি জানিয়েছে, এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উত্তোলনের জন্য আবেদন করেছে।
রোববার (০৭ ডিসেম্বর) মরদেহ উত্তোলন কার্যক্রম শুরু করেছে সিআইডি।
বিজ্ঞাপন
আবেদন করেছেন যারা:
সোহেল রানা (২৮), রফিকুল ইসলাম (২৯), রফিকুল ইসলাম (৫০), আসাদুল্লাহ (৩১), আহমেদ জিলানী, মাহিম (২৫), ফয়সাল সরকার (২৫) ও পারভেজ ব্যাপারী (২৩)।

এদিকে, অজ্ঞাতনামা শহীদদের মরদেহ উত্তোলন কার্যক্রম শুরু করেছে সিআইডি।
সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ বলেন, ‘আবেদন অনুযায়ী প্রাথমিকভাবে ১১৪টি কবর চিহ্নিত হয়েছে, যা বাস্তবে কমবেশি হতে পারে। মৃতদেহ উত্তোলনের পর পোস্টমর্টেম, বোন স্যাম্পল/টিস্যু সংগ্রহ, ডিএনএ প্রোফাইল তৈরি করা হবে। পরিচয় নিশ্চিত হলে ধর্মীয় সম্মান বজায় রেখে আবার পুনঃ দাফন করা হবে।’

তিনি বলেন, ‘এখন পর্যন্ত ১০ জন স্বজন আবেদন করেছেন। আরও কেউ থাকলে সিআইডিতে যোগাযোগ করতে পারবেন। সিআইডি হটলাইনে যোগাযোগ করলে স্বজনদের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হবে। আমরা জানি না কোন কবরে কে আছেন। তাই সময় কত লাগবে বলা সম্ভব নয়। তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই প্রক্রিয়ায় সকল শহীদের পরিচয় আমরা বের করতে পারব।’
তিনি আরও বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার সংস্থার (এইচসিএইচআর) মাধ্যমে আর্জেন্টিনা থেকে ফরেনসিক বিশেষজ্ঞ লুইস ফান্ডার ঢাকায় এসে পুরো কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন। তিনি গত ৪০ বছরে ৬৫টি দেশে একই ধরনের অপারেশন পরিচালনা করেছেন।’
একেএস/এমআই

