রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অজ্ঞাত শহীদদের পরিচয় শনাক্তে লাশ উত্তোলন শুরু, স্বজনদের ভিড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:০০ পিএম

শেয়ার করুন:

অজ্ঞাত শহীদদের পরিচয় শনাক্তে লাশ উত্তোলন শুরু, স্বজনদের ভিড়

জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত শহীদদের পরিচয় শনাক্তে লাশ উত্তোলন শুরু করেছে সিআইডি। অজ্ঞাতনামা শহীদদের খুঁজে পেতে শহীদদের বাবা-মা ও স্বজনরা রায়েরবাজার কবরস্থানে এসে ভিড় করছে। স্বজনদের চাওয়া, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের লাশ খুঁজে তাদের বুকে ফিরিয়ে নেবে।

‎রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে লাশ উত্তোলন শুরু হয়।

‎এসময় সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ উপস্থিত থেকে লাশ উত্তোলন কার্যক্রম শুরু করেন।

‎সিআইডি জানায়, রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে অজ্ঞাতনামা ১১৪ জন শহীদের লাশ পর্যায়ক্রমে উত্তোলন করে ডিএনএ স্যাম্পল কালেকশন করা হবে। এরপর অজ্ঞাতনামা শহীদদের স্বজনদের সঙ্গে ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হবে। তবে, কেউ যদি তাদের স্বজনদের  লাশ নিয়ে দাফন করতে চায়। তাহলে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

‎অজ্ঞাতনামা শহীদদের লাশ উত্তোলন কার্যক্রমে ইউনাইটেড ন্যাশনস হাইকমিশনার ফর হিউম্যান রাইটস (ইউএনএইচআর) আর্জেন্টিনার আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ লুইস ফন্ডিব্রাইডার বলেন, ‘আমি গত তিন মাস ধরে সিআইডির সঙ্গে কাজ করছি। আন্তর্জাতিক মান অনুযায়ী এই কার্যক্রম পরিচালনা করা হবে। আন্তর্জাতিক নীতি মেনে আমরা লোকাল সংস্থাকে (সিআইডি) সহায়তা করব।

‎একেএস/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর