রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:১৬ পিএম

শেয়ার করুন:

leave
টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। ছবি: সংগৃহীত

সরকারি চাকরিজীবীরা চলতি ডিসেম্বর মাসে টানা তিন দিনের ছুটি ভোগ করতে পারবেন। চাকরিজীবীদের জন্য এই মাসে দুটি সাধারণ ছুটি রয়েছে। এর মধ্যে ডিসেম্বরের ১৬ তারিখ (মঙ্গলবার) বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিনের ছুটি নির্ধারিত আছে।

বড়দিনের ছুটি বৃহস্পতিবার পড়ায় এর সঙ্গে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার যুক্ত হয়ে সরকারি কর্মজীবীরা উপভোগ করতে পারবেন টানা তিন দিনের ছুটি।


বিজ্ঞাপন


গত ৬ অক্টোবর ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আগামী বছরের সরকারি ছুটির তালিকায় মোট ছুটি ২৮ দিন থাকলেও এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবারের সঙ্গে মিলে যাওয়ায় কার্যত মূল ছুটি থাকবে ১৯ দিন।

আরও পড়ুন

২০২৬ সালে যত ছুটি, একনজরে দেখে নিন তালিকা

২০২৬ সালের ছুটিগুলোর মধ্যে নির্বাহী আদেশে এবং সাধারণ ছুটি মিলিয়ে মোট ২৮ দিন অন্তর্ভুক্ত করা হয়েছে, যা উপদেষ্টা পরিষদ সভায় আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে।

টিএই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর