রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‎টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিপুল দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৬ পিএম

শেয়ার করুন:

‎টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিপুল দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার

কক্সবাজারের টেকনাফ এলাকায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে নৌবাহিনী। ‎শনিবার (৬ ডিসেম্বর) আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

‎সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নস্থ উলুচামারি কোনাপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী মিজান ওরফে লম্বা মিজানের বাসায় বিপুল সংখ্যক দেশি-বিদেশি অস্ত্র মজুদ আছে এমন খবর পেয়ে শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস এবং নৌবাহিনী কন্টিনজেন্ট টেকনাফ শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বাসায় অভিযান পরিচালনা করে।

‎অভিযানে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘরে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল,দুটি দেশি পিস্তল, একটি একনলা বন্দুক, ৭টি ৪০ মিমি HE MG-4 গ্রেনেড, ৪০ মিমি ৩টি HE MG-4 গ্রেনেড, ৪৩ রাউন্ড লাইভ অ্যাম্যুনিশন, একটি পিস্তল ম্যাগাজিন, দুই রাউন্ড পিস্তল বল, ২০ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং তিনটি দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

‎উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ নৌবাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকাসমূহে মাদক ও অস্ত্রসহ সকল ধরনের দুষ্কৃতকারীদের প্রতিহত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

‎একেএস/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর