রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের নিবন্ধন ২৫ ডিসেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৯ পিএম

শেয়ার করুন:

Ec
নির্বাচন কমিশন। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটার হিসেবে অংশ নিতে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা নির্বাচন তফসিল ঘোষণার তারিখ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। 

শনিবার (৬ ডিসেম্বর) নির্বাচন কমিশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


ইসির ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা নির্বাচনি তফসিল ঘোষণার তারিখ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। বিস্তারিত জানতে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট (www.ecs.gov.bd) দেখতে হবে।’

একইসঙ্গে, পোস্টাল ব্যালট পেতে নিবন্ধনের সময় সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদানের উপর জোর দিয়েছে কমিশন। কমিশন জানিয়েছে, অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়মে ঠিকানা দিতে হবে। প্রয়োজন হলে কর্মস্থল বা পরিচিতজনের ঠিকানা দেওয়া যাবে। কোনো ভুল থাকলে ৬ ডিসেম্বরের মধ্যে অ্যাপের এডিট মেন্যু থেকে সংশোধন করতে হবে।

অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত এক লাখ ৯৪ হাজার ৪১৭ জন প্রবাসী বাংলাদেশি নিবন্ধন করেছেন। 

শনিবার দুপুর ২টা পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হালনাগাদ তথ্য থেকে এ সংখ্যা জানা গেছে।


বিজ্ঞাপন


এম/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর